হোম > সারা দেশ > পটুয়াখালী

মসজিদ থেকে ফিরে দেখেন, ঘরে স্ত্রীর রক্তাক্ত লাশ

পটুয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীতে ঘরে ঢুকে রিজিয়া বেগম (৫৫) নামের এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বড় বিঘাই এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

রিজিয়ার স্বামী আব্দুল খালেক জানান, রাতের খাবার শেষে তিনি মসজিদে নামাজ পড়তে যান। এ সময় তাঁর স্ত্রী ঘরে একাই ছিলেন। নামাজ শেষে ঘরে ফিরে তিনি রিজিয়া বেগমকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পরে বুঝতে পারেন, দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে।

এদিকে ঘটনার খবর পেয়ে পটুয়াখালী সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো সূত্র উদ্‌ঘাটন করতে কিংবা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মাইনুল আহসান বলেন, ‘বিষয়টি বুঝতে পারছি না, কেন তাঁকে খুন করা হয়েছে। তিনি ঢাকায় বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। তিন-চার দিন আগে বাড়ি এসেছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়