হোম > সারা দেশ > বরিশাল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবৃত্তিশিল্পীর আত্মহত্যা, প্ররোচনা মামলায় প্রেমিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আবৃত্তি শিল্পী শামসুন্নাহার নিপার আত্মহত্যা প্ররোচনা মামলায় তাঁর প্রেমিক আমিরুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে কোতোয়ালী মডেল থানা পুলিশ নরসিংদি জেলা শহর থেকে আমিরুলকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। 

গ্রেপ্তারের পর আমিরুলকে বরিশালে নিয়ে আজ শনিবার আদালতে পাঠায় বরিশাল কোতোয়ালী মডেল থানা–পুলিশ। পরে আদালত তাকে কারাগারে নেওয়ার নির্দেশ দেন। গ্রেপ্তার আমিরুল ব্রাম্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পূর্বহাটি গ্রামের আবুল কাশেমের ছেলে। 

বরিশাল কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, আমিরুলকে বরিশালে আনার পর শনিবার আদালতে প্রেরন করা হয়। আদালত তাঁকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন। আমিরুল নরসিংদি শহরে একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী করতেন। 

প্রসঙ্গত, গত ২ আগষ্ট গভীর রাতে নগরের উত্তর মল্লিকবাড়ি সড়কে উদীচি কার্যালয় সংলগ্ন গলিতে জাহান ম্যানশন নামের একটি ভবনে উদীচির আবৃত্তি শিল্পী শামসুন্নাহার নিপা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ছোট বোনকে নিয়ে ওই ভবনে ভাড়া থাকতেন। এ ঘটনায় নিপার বোন ডালিয়া আক্তার বাদী হয়ে গত ১৩ আগষ্ট আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়—আমিরুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের জন্য আমিরুলকে চাপ দিচ্ছিলেন নিপা। কিন্ত আমিরুল নিপাকে বিয়ে করা নিয়ে নানা টালবাহানা করেন। 

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন