হোম > সারা দেশ > ভোলা

লালমোহনে বাস-কাভার্ডভ্যান-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪ 

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে বাস, কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার কালমা ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজী বাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত ৪ জন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে মো. রুবেল (৪২) ও তাঁর ছেলে মো. হাসানের (১০) অবস্থা আশঙ্কাজনক হলে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। তাদের বাড়ি বরিশালের চরবাড়িয়া এলাকায়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলা থেকে ছেড়ে আসছিল যাত্রীবাহী বাস ‘মায়ের দোয়া’। সকাল সাড়ে ৮টার দিকে ফরাজী বাজারের উত্তর পাশে আসলে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে তার পেছনের অংশে লেগে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ও গ্লাস ভেঙে যায়। এ সময় বিপরীত দিক থেকে ভোলার দিকে যাওয়া মোটরসাইকেলটি বাসের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। মোটরসাইকেলে থাকা একজন পুরুষ, এক নারী ও এক শিশুসহ মোটরসাইকেল চালক আহত হন। 

এ ব্যাপারে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়