সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণের চেষ্টায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন অ্যান্ড প্রসিকিউশন) মো. এনামুল হক এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন নগরীর কাউনিয়া এলাকার মৃত আ. বারেক সিকদারের ছেলে মামুন সিকদার ওরফে চিডা মামুন, আ. বারেক হাওলাদারের ছেলে নুরুন মোমেন ওরফে কোটন, নগরীর নথুল্লাবাদ এলাকার মৃত আজিজ খানের ছেলে মাহমুদ ওরফে রিয়াজ।
অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক বলেন, ‘সাংবাদিক অপূর্বকে অপহরণচেষ্টার পর আমরা ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযানে নামি। গোপন সূত্রে খবর পেয়ে পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।’
প্রসঙ্গত, গত ২৯ মে বিকেলে সময় টেলিভিশনের বরিশাল ব্যুরোর প্রধান অপূর্ব অপুকে অপহরণের চেষ্টা চালায় একদল সন্ত্রাসী। ঘটনার ছয় দিন পর তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।