হোম > সারা দেশ > ঝালকাঠি

পর্যটকদের স্বস্তিতে ঝালকাঠির ভাসমান পেয়ারা হাটে ডিজে গান বন্ধে অভিযান 

ঝালকাঠি প্রতিনিধি

দূর-দুরান্ত থেকে প্রতি বছর ঝালকাঠির ভিমরুলীর ভাসমান পেয়ারা হাটে আসেন পর্যটকেরা। পেয়ারার এই মৌসুমে হাটসহ প্রকৃতির নৈসর্গিক রূপ দর্শনে ভিড় করেন তাঁরা। তবে ঘুরতে আসা কিছু কিশোরেরা ট্রলারে উচ্চমাত্রায় ডিজে গান বাজিয়ে উল্লাস করে। এতে অতিষ্ঠ পর্যটক ও স্থানীয়রা। গেল বছর এ নিয়ে অভিযোগ করায় এ বছর ডিজে গান বন্ধে অভিযান শুরু করেছে প্রশাসন।

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকেরা আসেন পেয়ারার এই ভাসমান হাটে। পর্যটকদের স্বস্তিতে দিনভর বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা ও মো. তাসবীর হোসাইন। এ সময় উচ্চ শব্দে ডিজে গান বাজাতে থাকা ট্রলার থামিয়ে সতর্ক করা হয়। অনেক ট্রলার থেকে সাউন্ড বক্সের কিটও জব্দ করা হয়।

ঘুরতে আসা পর্যটক বিথী শর্মা বনিক বলেন, ‘এবারের পেয়ারার রাজ্যের পরিবেশ একটু ভিন্ন। কোনো শব্দ দূষণ নেই। প্রশাসনের এই অভিযান আমাদের দীর্ঘদিনের দাবি ছিল।’

আরেক পর্যটক দেবাশিষ বড়ুয়া বলেন, ‘খুলনা থেকে এসেছি। ভাসমান এই পেয়ারার হাটে থেকে বিকেলের পর চলে যেতে হয়। বাগান এলাকায় যদি পর্যাপ্ত আলো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় তাহলে রাতে পর্যটকেরা ঘুরতে আসবে।’

ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম জানান, পর্যটকদের দিক বিবেচনা করে পুরো মৌসুম জুড়ে চলবে অভিযান। সপ্তাহের অন্যান্য দিনের থেকে শুক্র ও শনিবার বিশেষ নজর রাখা হবে। উচ্চ শব্দে ডিজে গান বন্ধসহ ওখানকার খাবার হোটেলগুলোতেও অভিযান পরিচালনা করা হবে। পর্যটকদের সব ধরনের সুবিধা দিতে কাজ করছে জেলা প্রশাসন।

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার