হোম > সারা দেশ > বরিশাল

গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২ 

বরিশাল প্রতিনিধি

বরিশালের উজিরপুরে গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চিত্ত রঞ্জন দত্ত (৬০) ও আব্দুল হক সরদার (৫৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উজিরপুরের শোলক ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। 

শোলক গ্রামের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, কী কারণে তাঁরা দুজন মারা গেছেন, তা বোঝা যাচ্ছে না। এলাকাটি প্রত্যন্ত হওয়ায় বিষয়টি শুরুতে টের পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, গতকাল জমির গাছ কাটা নিয়ে পশ্চিম শোলক গ্রামের তেঁতুলতলায় দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে চিত্ত রঞ্জন ও আব্দুল হকের মৃত্যু হয়। 

ওসি আরও বলেন, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে মারামারির সময় ওই দুজনের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

খবর পেয়ে রাত ১০টার দিকে উজিরপুর সার্কেলের এএসপি আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ