হোম > সারা দেশ > বরিশাল

গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২ 

বরিশাল প্রতিনিধি

বরিশালের উজিরপুরে গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চিত্ত রঞ্জন দত্ত (৬০) ও আব্দুল হক সরদার (৫৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উজিরপুরের শোলক ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। 

শোলক গ্রামের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, কী কারণে তাঁরা দুজন মারা গেছেন, তা বোঝা যাচ্ছে না। এলাকাটি প্রত্যন্ত হওয়ায় বিষয়টি শুরুতে টের পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, গতকাল জমির গাছ কাটা নিয়ে পশ্চিম শোলক গ্রামের তেঁতুলতলায় দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে চিত্ত রঞ্জন ও আব্দুল হকের মৃত্যু হয়। 

ওসি আরও বলেন, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে মারামারির সময় ওই দুজনের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

খবর পেয়ে রাত ১০টার দিকে উজিরপুর সার্কেলের এএসপি আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু