হোম > সারা দেশ > বরিশাল

গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২ 

বরিশাল প্রতিনিধি

বরিশালের উজিরপুরে গাছ কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চিত্ত রঞ্জন দত্ত (৬০) ও আব্দুল হক সরদার (৫৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উজিরপুরের শোলক ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। 

শোলক গ্রামের সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, কী কারণে তাঁরা দুজন মারা গেছেন, তা বোঝা যাচ্ছে না। এলাকাটি প্রত্যন্ত হওয়ায় বিষয়টি শুরুতে টের পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, গতকাল জমির গাছ কাটা নিয়ে পশ্চিম শোলক গ্রামের তেঁতুলতলায় দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে চিত্ত রঞ্জন ও আব্দুল হকের মৃত্যু হয়। 

ওসি আরও বলেন, নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে মারামারির সময় ওই দুজনের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

খবর পেয়ে রাত ১০টার দিকে উজিরপুর সার্কেলের এএসপি আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়