হোম > সারা দেশ > বরিশাল

উন্নত স্বাস্থ্যসেবার দাবিতে বরিশাল শেবাচিম হাসপাতালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। আজ বুধবার সকালে হাসপাতাল চত্বরে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা হাসপাতালের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, অকেজো যন্ত্রপাতি চালু, লিফট, এসি সচলসহ দালালের দৌরাত্ম্য রোধের দাবি জানান। তারা চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের সেবা না পাওয়ারও প্রতিবাদ করেন। আর এ জন্য হাসপাতালে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের তাগিদ দেন।

রেহানা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা বেসরকারি সংস্থা স্কোপ এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, ‘শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার কারণে সেবা থেকে রোগীদের বঞ্চিত করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের এখানে চিকিৎসা হচ্ছে না। তাদের ঢাকায় রেফার করা দুঃখজনক। এমনটাই যদি করতে হয়, তাহলে বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসকেরা কি করেন।’ তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের তাগিদ দেন।

পরিবেশবাদী সংগঠক কাজী মিজানুর রহমান ফিরোজ বলেন, ‘আমাদের শেবাচিম হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানকার অনেক যন্ত্রপাতি নষ্ট। দুর্বল ব্যবস্থাপনার কারণে লিফট চলে না, এসি চলে না, পানি সংকট আর দালালের দৌরাত্ম্য। হাসপাতাল কর্তৃপক্ষ এসব না দেখায় রোগীরা সেবা পাচ্ছেন না।’ 

মানববন্ধনে স্কুল–কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশ নেন।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর