হোম > সারা দেশ > বরিশাল

উন্নত স্বাস্থ্যসেবার দাবিতে বরিশাল শেবাচিম হাসপাতালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। আজ বুধবার সকালে হাসপাতাল চত্বরে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা হাসপাতালের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, অকেজো যন্ত্রপাতি চালু, লিফট, এসি সচলসহ দালালের দৌরাত্ম্য রোধের দাবি জানান। তারা চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের সেবা না পাওয়ারও প্রতিবাদ করেন। আর এ জন্য হাসপাতালে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের তাগিদ দেন।

রেহানা বেগমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা বেসরকারি সংস্থা স্কোপ এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, ‘শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার কারণে সেবা থেকে রোগীদের বঞ্চিত করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের এখানে চিকিৎসা হচ্ছে না। তাদের ঢাকায় রেফার করা দুঃখজনক। এমনটাই যদি করতে হয়, তাহলে বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসকেরা কি করেন।’ তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের তাগিদ দেন।

পরিবেশবাদী সংগঠক কাজী মিজানুর রহমান ফিরোজ বলেন, ‘আমাদের শেবাচিম হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানকার অনেক যন্ত্রপাতি নষ্ট। দুর্বল ব্যবস্থাপনার কারণে লিফট চলে না, এসি চলে না, পানি সংকট আর দালালের দৌরাত্ম্য। হাসপাতাল কর্তৃপক্ষ এসব না দেখায় রোগীরা সেবা পাচ্ছেন না।’ 

মানববন্ধনে স্কুল–কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশ নেন।

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ