হোম > সারা দেশ > বরিশাল

দরপত্রে বাধা, অপহরণ

বিএনপির ১১ নেতার পদ স্থগিত, শীর্ষ নেতাদের রেহাই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বালুমহাল ইজারার দরপত্র জমাদানে বাধা এবং এক সেনাসদস্যকে অপহরণের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১১ নেতার পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক পত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে বালুমহাল দখলের ঘটনা তদন্তে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান অ্যাডভোকেট গোলাম মুহাম্মদ চৌধুরীকে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে গ্রেপ্তারের এক দিনের মাথায় বৃহস্পতিবার হিজলা বিএনপির সদস্যসচিব জামিনে বের হয়ে গেছেন। তবে এ ঘটনায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শীর্ষ নেতা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতা-কর্মীরা।

পদ স্থগিত হওয়া ব্যক্তিরা হলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল আলম মিঠু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক কামরুল আহসান, জেলা ছাত্রদলের সহসভাপতি নূর হোসেন সুজন, হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইমরান খন্দকার, হিজলা থানা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রাঢ়ী, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. রুবেল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা মো. জাহিদ ও বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম।

খোঁজ নিয়ে জানা গেছে, বালুমহাল ইজারায় বাধাদানে জেলা ও মহানগর ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকজন শীর্ষ নেতা প্রকাশ্যে নেতৃত্ব দেন। কিন্তু রহস্যজনক কারণে তাঁদের বিরুদ্ধে বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল দুই নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কেবল বালুমহাল নয়, সিটি করপোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে টেন্ডারবাজি করে এমন কয়েকজন ওই মামলার আসামিও। অথচ তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি দল। তাঁরাই দলের ভাবমূর্তি নষ্ট করে ৫ আগস্টের পর আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। তাঁদের জন্যই দলে ভোটার সংখ্যাও কমছে বলেও ক্ষোভ প্রকাশ করেন ওই দুই নেতা।

জানতে চাইলে বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘দল তাদের পদ স্থগিত করে সঠিক কাজ করেছে। যারা দলের সিদ্ধান্ত অমান্য করে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে তারা দলে থাকতে পারবে না। ৩ মাস নয়, ওদের পদ আজীবনের জন্য স্থগিত করা উচিত।’ এসব ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিষয় তথ্য প্রকাশ করার আহ্বান জানান তিনি।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ