হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটা

প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে স্থানীয় বিএনপির নেতারা। আহত আলমগীর তালুকদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা যায়। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আওয়ামী লীগ নেতা আলমগীর তালুকদারকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের পরিবারের সদস্য স্বপন অভিযোগ করে বলেন, উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজানকাঠী গ্রামের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর তালুকদার পার্শ্ববর্তী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাঁর পথরোধ করেন স্থানীয় এলাকার মিরন মোল্লা, আফজাল মোল্লা ও মনির মোল্লাসহ ৪-৫ জন। পরে সবাই মিলে আলমগীর তালুকদারকে হাতুড়ি পেটা করে। 

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ খান। তবে কি নিয়ে দ্বন্দ্ব তা জানা যায়নি। 

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনা সম্পর্কে তিনি শুনেছেন। তবে এ বিষয়ে সন্ধ্যা পর্যন্ত তার কাছে কোন অভিযোগ আসেনি।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর