হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জে আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটা

প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে স্থানীয় বিএনপির নেতারা। আহত আলমগীর তালুকদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা যায়। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আওয়ামী লীগ নেতা আলমগীর তালুকদারকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের পরিবারের সদস্য স্বপন অভিযোগ করে বলেন, উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রমজানকাঠী গ্রামের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর তালুকদার পার্শ্ববর্তী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাঁর পথরোধ করেন স্থানীয় এলাকার মিরন মোল্লা, আফজাল মোল্লা ও মনির মোল্লাসহ ৪-৫ জন। পরে সবাই মিলে আলমগীর তালুকদারকে হাতুড়ি পেটা করে। 

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ খান। তবে কি নিয়ে দ্বন্দ্ব তা জানা যায়নি। 

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. মাহাবুবুর রহমান জানান, এ ঘটনা সম্পর্কে তিনি শুনেছেন। তবে এ বিষয়ে সন্ধ্যা পর্যন্ত তার কাছে কোন অভিযোগ আসেনি।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা