হোম > সারা দেশ > বরগুনা

অতিরিক্ত যাত্রী বহন করায় লঞ্চ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা

আমতলী (বরগুনা) প্রতিনিধি

ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন ও ডেকে তোশক বিছিয়ে টাকা আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তরঙ্গ-৭ লঞ্চ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। আজ বৃহস্পতিবার বরগুনার আমতলীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম এ জরিমানা করেন।

জানা গেছে, আমতলী-ঢাকার নৌ রুটের লঞ্চগুলো ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ও ডেকে তোশক বিছিয়ে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করে আসছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তরঙ্গ-৭ লঞ্চে অভিযান চালায়। ওই সময় লঞ্চে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন ও ডেকে তোশক বিছিয়ে যাত্রী জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়ের সত্যতা পায়। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় লঞ্চ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এমভি তরঙ্গ-৭ লঞ্চের সুপার ভাইজার মো. হুমায়ুন কবির লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. নাজমুল ইসলাম বলেন, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন ও ডেকে তোশক বিছিয়ে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় লঞ্চ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা