হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জে দুই নারীকে ‘হত্যা’র ঘটনায় মামলা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২ নম্বর কেদারপুর ইউনিয়নে রিপা আক্তার ও লালমুন্নেছা বেগম নামের দুই নারীকে ‘হত্যা’র ঘটনায় মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে নিহত গৃহবধূ রিপা আক্তারের বাবা মো. শাহজাহান খান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সন্দেহভাজনদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায়  বাহেরচর হাসপাতালে অসুস্থ গৃহবধূর শাশুড়ি মোসা. মিনারা বেগম এবং গৃহবধূর স্বামী মো. সোলায়মানকে থানা-পুলিশের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তিনি আরও জানান, রহস্যজনকভাবে দুই নারীর মৃত্যুর ঘটনা উদ্‌ঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দক্ষিন ভূতেরদিয়া গ্রামের প্রয়াত ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন খন্দকারের নিজ ঘরে নিহত হন গৃহবধূ রিপা আক্তার ও দাদি শাশুড়ী লালমুন্নেছা বেগম।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত দুই নারীর লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। 

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫