বরিশালের বাবুগঞ্জে বাসচাপায় দুজন নিহত হয়েছেন। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন মানিককাঠি এলাকার মো. জলিল হাওলাদারের স্ত্রী শামিমা আক্তার পলি (৩৫) এবং একই এলাকার মৃত আ. লতিফের ছেলে মো. ফজলুল হক (৬৫)। এ ছাড়া এতে ভ্যানচালক মো. জয়নাল খান (৪৫), মোসা. রাফিয়া (১২) ও অজ্ঞাত এক নারী আহত হয়েছেন।
স্থানীয় ও নিহতদের প্রতিবেশী মো. বেলাল হাওলাদার জানান, ভ্যানচালক মো. জয়নাল খান মানিককাঠি থেকে পাঁচজন যাত্রী নিয়ে রহমতপুর ব্রিজের দিকে আসছিলেন। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস রহমতপুর বাসস্ট্যান্ডে এলে তাঁদের ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর শুনে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে জরুরি ভিত্তিতে গতিরোধক স্থাপনের দাবি জানান। পরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতিমার আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নেন।
এ বিষয়ে ইউএনও নুসরাত ফাতিমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঢাকা বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে গতিরোধক স্থাপনের আশ্বাস দিয়েছেন।