হোম > সারা দেশ > বরিশাল

হাসপাতালে ঢুকে রোগীকে মারধর, বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বদিউজ্জামান মিন্টু। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে নাজেহাল ও রোগীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার শিকার রোগী বীথি আক্তার (৩৪) গৌরনদী মডেল থানায় গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বীথি নামক ওই নারী অভিযোগে উল্লেখ করেছেন তাঁকে বিএনপি নেতা মিন্টু চড়থাপ্পড় দিয়েছেন। অভিযোগটি তাঁরা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

প্রসঙ্গত, গতকাল দুপুরে গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু হাসপাতালে যান। সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. প্লাবন হালদারকে পা কেটে যাওয়ার জন্য ব্যবস্থাপত্র চান। ওই ডাক্তার তাঁকে টিটেনাস ইনজেকশন নিতে বললে তা মনঃপূত হয় না মিন্টুর। একপর্যায়ে মিন্টু ব্যবস্থাপত্র ছিঁড়ে ফেলেন।

চিকিৎসক তখন বলেন, ‘এসব লোক কোথা থেকে আসে।’ তাতে মিন্টু ঘুরে মারতে তাঁর দিকে তেড়ে আসেন। তিনি (প্লাবন) পেছন দিকে সরে গেলে তাঁকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষা বলতে থাকেন। সামনে থাকা বীথি নামে এক নারী রোগী এর প্রতিবাদ করলে তাঁকে থাপ্পড় দেন মিন্টু।

বিএনপি নেতা মিন্টু অবশ্য দাবি করেছেন, ডাক্তারের সঙ্গে কথা-কাটাকাটি ছাড়া কিছুই হয়নি। এ সময় চিকিৎসকের সামনে থাকা ডায়াগনস্টিক দালাল এক মহিলা তাঁর সঙ্গে তর্কে জড়ান।

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে চোর অপবাদ, মিলল ববি ছাত্রের মৃত্যুর খবর

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা: মামলার আসামি কারাগারে

বরিশাল-১, ৪ ও ৫: জটিল হচ্ছে বরিশালের তিনটি আসনের হিসাব

শরীয়তপুরে সাবেক উপমন্ত্রী শামীমের ফুফাতো ভাই অস্ত্রসহ গ্রেপ্তার

বরিশালে গভীর রাতে ট্রাকচাপায় ২ যুবক নিহত

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু