হোম > সারা দেশ > ভোলা

ভোলায় উপড়ে গেছে গাছ, বিদ্যুতের খুঁটি

ভোলা প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সদরসহ বিভিন্ন উপজেলায় বড় বড় গাছপালা উপড়ে পড়েছে। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটিও। বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক এলাকা। আর অতিরিক্ত জোয়ারে চরাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ।

ওয়েস্ট জোন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ভোলার উপসহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র দে জানান, ঘূর্ণিঝড়ে ভোলার বিভিন্ন এলাকায় বড় বড় গাছপালা বিদ্যুতের তারে উপড়ে পড়েছে। কোথাও কোথাও বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে। ভোলার সদর উপজেলা গণপূর্ত অধিদপ্তর কার্যালয়ের সামনে বড় গাছ পড়ে থাকায় শহরের যুগিরঘোলসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে ভোলা সদর রোডসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে, সেসব এলাকায় খুব শিগগির সরবরাহ করা হবে।

ভোলার চরফ্যাশন উপকূলের নিম্নাঞ্চলসহ পুরো জেলায় টানা বৃষ্টি ও তীব্র বাতাস হচ্ছে। সদর উপজেলার বঙ্গের চর, মাঝের চর, চর চটকিমারা, মদনপুর, চরফ্যাশন উপজেলার চর কুকরিমুকরি, পাতিলা, ঢালচর ও চর নিজাম, তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন, মনপুরা উপজেলার কলাতলীর চরসহ অনেক চর প্লাবিত হয়েছে। এই চরগুলোতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। 

চর কুকরিমুকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, চর পাতিলার প্রায় ৪ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রেড ক্রিসেন্টের সদস্যরা মাইকিং করে নিরাপদে তাদের আশ্রয়কেন্দ্রে যেতে বলছেন। কিন্তু তারা ঘরবাড়ি ছেড়ে যেতে নারাজ। 

ঢালচর ইউপির চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, তাঁর ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে। এখানে পানিবন্দী হয়ে আশ্রয়কেন্দ্রে যেতে পারছে না নৌযানের অভাবে। বৈরী আবহাওয়ায় কোনো নৌযান পাওয়া যাচ্ছে না। 

নদী উত্তাল থাকায় ভোলা-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-বরিশালসহ জেলার অভ্যন্তরীণ সব রুটের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার পরিচালক মো. শহিদুল ইসলাম জানান, নদী উত্তাল হয়ে পড়ায় আজ সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলার সব রুটে সব ধরনের নৌচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানিয়েছেন, জেলার ৭৪৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। জেলায় মোট আটটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। ১৩ হাজার ৬৬০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। জেলার ৭০ ইউনিয়ন ও সাত উপজেলায় একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। 

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়