হোম > সারা দেশ > ভোলা

মেঘনায় ট্রলারডুবি: এক দিন পর ১৮ জেলে জীবিত উদ্ধার 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

মেঘনায় ট্রলারডুবির এক দিন পর নিখোঁজ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। বুধবার বিকেলে ঢালচরের শিবচর এলাকার সাগর মোহনা থেকে একটি জেলে ট্রলার তাঁদের উদ্ধার করেছে বলে জানান হাজারীগঞ্জ ইউনিয়নের জেলে খলিল উদ্দিন। 

উদ্ধারকৃত জেলেরা হলেন মহিউদ্দিন মাঝি (৩২), দুলাল (৩৩), সাজাহান মুন্সি (৩৫), আবদুল মুনাফ (৩৭), মোসলেহ উদ্দিন (৩০), ওবায়দুল্লাহ (৩৫), নুরনবী (৪), হাবিবুল্লাহ মিঝি (৫৫), আজাদ (২০), রুবেল (২০), আলমগীর (৩৫), জাকির (২৫), সাজাহান (৬০), ফরিদ (৬০), বেলায়েত (৬০), জাহানপুরের বাসিন্দা জসিম (২৫) ও দৌলাতখান উপজেলার মঞ্জু (৪০)। 

এদিকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার ঢালচরসংলগ্ন ভাসানচরের পূর্বে মেঘনা নদীর মোহনায় এফবি মা জননী-২ নামের একটি ট্রলার তলা ফেটে ডুবে যায়। 

স্থানীয় জেলেরা জানান, শুক্রবার বিকেলে হাজারীগঞ্জ ইউনিয়নের ১৫ জন ও পার্শ্ববর্তী জাহানপুর ইউনিয়নের একজন এবং দৌলতখান উপজেলার দুজন জেলে মেঘনা নদীতে মাছ শিকারে যান। ট্রলারটি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্যঘাটের মহিউদ্দিন মিয়ার। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম হাওলাদার বলেন, `ট্রলারটি পাওয়া যায়নি। তবে নিখোঁজ ১৮ জন জেলেকে ঢালচরের একটি ট্রলার উদ্ধার করেছে বলে জেনেছি।'

চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার অলিউল্লাহ বলেন, ``মঙ্গলবার সন্ধ্যায় চরফ্যাশন উপজেলার ঢালচরসংলগ্ন ভাসানচরের সাগর মোহনায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে ১৮ জন জেলেসহ একটি জেলে ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়েছি। আমাদের উদ্ধার অভিযান চলাকালে স্থানীয় একটি জেলে ট্রলার তাঁদের জীবিত উদ্ধার করেছে।' 

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা