আজ ১০ ডিসেম্বর। ১৯৪৪ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ। আজ তাঁর ৭৭তম জন্মদিন। আজ শুক্রবার জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়।
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মৃধা. মু. আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় আবুল হাসানাত আব্দুল্লাহর কর্মজীবন ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আ. মান্নান মাস্টার, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আ. করিম হাওলাদার, দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পালসহ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনাসভা শেষে আবুল হাসানাত আবদুল্লাহর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।