হোম > সারা দেশ > পটুয়াখালী

আশানুরূপ ইলিশ ধরা পড়ায় স্বস্তিতে কুয়াকাটার জেলেরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় আসতে শুরু করেছে ইলিশ। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আশানুরূপ ধরা পড়ছে। ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর নৌকা ও ছোট ট্রলার নিয়ে কাছাকাছি সাগরের যাওয়া অনেকেই আজ বৃহস্পতিবার ফিরেছেন কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে। এতে উচ্ছ্বসিত তাঁরা।

তবে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া অধিকাংশ ট্রলার এখনো তীরে ফেরেনি। আবহাওয়া অনুকূলে থাকলে এসব ট্রলারের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার পড়ার আশা করছে মৎস্য বিভাগ।

মহিপুরের শফিক মাঝি বলেন, ‘আমি রাতে রওনা দিয়ে ট্রলার নিয়ে সাগরে যাই। কুয়াকাটা থেকে ৪০-৪৫ কিলোমিটার দক্ষিণে জাল ফেলি। সকালে ঘাটে ফিরে আসি প্রায় ৪০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে। আমরা আশা করি আল্লাহর রহমতে এ বছর ভালো মাছ পাব।’

এবারই প্রথম প্রতিবেশী ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। উপকূলে এই ৫৮ দিন মাছ ধরা বন্ধ থাকায় ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

পটুয়াখালীর কুয়াকাটায় আসতে শুরু করেছে ইলিশ। ছবি: আজকের পত্রিকা

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘জেলেরা সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা মানায় এখন আশানুরূপ মাছ নিয়ে আসছে। আজকে যেসব জেলে ঘাটে আসছে, তারা সমুদ্রের কিনারায় জাল ফেলে ভালো মাছ পেয়েছে। গভীর সমুদ্রে যারা গেছে, তারা প্রচুর ইলিশ নিয়ে আসবে বলে আশা করি।’

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর