হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীতে সড়কের পাশে ঝোপ থেকে নবজাতক উদ্ধার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে ঝোপ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রাবেয়া ফজলে করিম মহিলা কলেজগেট সংলগ্ন বাটাজোর ইউনিয়ন পরিষদের কাছ থেকে নবজাতককে উদ্ধার করা হয়। 

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নবজাতকটি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

পুলিশ জানায়, পথচারীরা মঙ্গলবার রাত ৯টার দিকে বাটাজোর-সরিকল সড়কের ওই স্থানের ঝোপের মধ্যে নবজাতকের কান্না শুনতে পায়। 

বাটাজোর এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, ‘রাতে আমি ও আমার সঙ্গে থাকা শয়ন সরদার বাসায় ফিরছিলাম। পথে বাটাজোর রাবেয়া ফজলে করিম মহিলা কলেজসংলগ্ন এলাকায় পৌঁছালে ঝোপের মধ্য থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পাই। পরে ঝোপের মধ্যে গিয়ে কাঁথায় মোড়ানো একটি ফুটফুটে কন্যাশিশু দেখতে পাই। পরে শিশুটিকে উদ্ধার করে বাটাজোর বন্দরে নিয়ে এসে পুলিশকে খবর দিই।’ 

এসআই সহিদুল ইসলাম বলেন, ‘নবজাতটিকে কেউ ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।’ 

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তৌকির আহমেদ বলেন, নবজাতকটির শারীরিক অবস্থা একটু খারাপ ছিল। ভর্তি করে চিকিৎসা দেওয়ায় অনেকটা সুস্থ রয়েছে। 

গৌরনদী মডেল থানার পরিদর্শকে (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নবজাতককে বরিশাল বিভাগীয় বেবী হোমে হস্তান্তর করা হবে।

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ

বরিশালে বিএনপির ২ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

বরিশালে বিএনপি নেত্রী নাসরিন ও সরোয়ার অনুসারীদের মধ্যে হাতাহাতি, আহত ১০