হোম > সারা দেশ > ঝালকাঠি

বিষখালী নদীতে নিখোঁজ সেই কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে নৌকা ডুবে শনিবার রাতে নিখোঁজ কলেজছাত্র আলিফের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে বাকেরগঞ্জের নিয়ামতি এলাকার বাড়িবাড়িট নামক স্থানের বিষখালী নদীর চর থেকে আলিফের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। 

স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানালে আলিফের স্বজনেরা গিয়ে তাঁর মরদেহ শনাক্ত করে। পরে বেতাগী থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম ও বিবিচিনি ইউপি চেয়ারম্যান মো. নয়ন হোসেন মৃত আলিফের মরদেহ শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের মাধ্যমে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করেন। 

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, সকাল সাড়ে ৯টার দিকে বিবিচিনি ইউপি চেয়ারম্যান মো. নয়ন হোসেন আমাদের জানালে আমরা আলিফের স্বজনদের নিয়ে ঘটনাস্থলে যাই এবং তাঁর মরদেহ শনাক্ত করি। পরে মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আলিফের জানাজা আজ দুপুর ২টায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় সাত বন্ধু মিলে নৌকায় বিষখালী নদীতে ভ্রমণকালে ঝড় উঠলে নদীর ঢেউয়ে নৌকা ডুবে যায়। এ সময় আলিফের ৬ বন্ধু সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও মো. রিফাত বিন আলিফ নিখোঁজ হন। তিনি বরিশালের বিএম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা