হোম > সারা দেশ > ঝালকাঠি

মেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে শিশুসহ আহত তিন 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে মেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে নারী ও শিশুসহ আহত হয়েছেন চারজন। গতকাল শনিবার রাত ১০টার দিকে শহরের ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলো ঝালকাঠি পৌর এলাকার পুরাতন কলাবাগান এলাকার মিন্টু হাওলাদারের ছেলে নাইম হাওলাদার (১৩), সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালী আন্দার গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী মোসাম্মৎ পুতুল বেগম (৩৫) ও রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে মো. ইদ্রিস আলী হাওলাদার (৩৩)। 

এদিকে মেলার মাঠ থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পুতুল ও ইদ্রিসকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠায় চিকিৎসকেরা। 

মেলায় থাকা প্রত্যক্ষদর্শী শারমীন আক্তার, লামিয়া মৌ, সিরাজ উদ্দিন ও মাইনুল ইসলাম জানান, মেলার মাঠে চলতে থাকা নাগরদোলাটির গতি হঠাৎ বেড়ে যায়। এ সময় ছয়টি বক্সের দুটি বক্স একটির সঙ্গে আরেকটি লেগে যায়। এতে প্রায় ৩০ ফুট ওপর থেকে ছিটকে মাটিতে পড়ে গিয়ে আহত হন তিনজন। 

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নবীন কুন্ডু বলেন, নাগরদোলা থেকে ছিটকে পড়া তিনজনের অবস্থায় গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য আমরা দুজনকে দ্রুত বরিশালে পাঠিয়েছি। 

এদিকে দুর্ঘটনার পর নাগরদোলা ও মেলা কর্তৃপক্ষ কেউই উদ্ধারকাজে বা হাসপাতালে আসেননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে আহতদের খোঁজ নিতে রাতেই হাসপাতালে আসেন জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম ও সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম। 

জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’ 

জানা গেছে, খুলনার চামেলি ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া মেলাটি আগামী ১০ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ