হোম > সারা দেশ > বরগুনা

দোকানে চুরির অভিযোগ, ‘আত্মহত্যার চেষ্টা’ শিশুর

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলায় ১১ বছরের এক শিশুর বিরুদ্ধে দোকান থেকে টাকা চুরির অভিযোগ উঠেছে। চুরির বিষয়টি তার মাকে জানানো হলে ভয় পেয়ে শিশুটি কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। 

উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে গতকাল রাতেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই শিশুর নাম জামিল দর্জি। সে উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের নিজাম দর্জির ছেলে। 

অভিযোগকারী প্রতিবেশী সিদ্দিক প্যাদা জানিয়েছেন, তাঁর দোকান থেকে ৩ হাজার টাকা চুরি করে জামিল। তাৎক্ষণিক তিনি ও স্থানীয়রা শিশুটিকে ধরে ফেলেন। পরে ওই শিশুর দেওয়া তথ্যমতে বালুর ভেতরে লুকিয়ে রাখা টাকা উদ্ধার করা হয়। বিষয়টি তাঁর স্ত্রী ওই শিশুর বাড়িতে জানাতে গেলে জামিল দৌড়ে ঘরের ভেতর গিয়ে কীটনাশক পান করে। স্বজনেরা বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

সিদ্দিক প্যাদা আরও বলেন, শিশুর মা চুরির বিষয়ে জানার পর সে মায়ের ভয়ে ভেতরে গিয়ে কীটনাশক পান করে। অথচ তাঁর ওপর দোষ চাপানো হচ্ছে, তিনি নাকি কীটনাশক খাইয়েছেন। এ বিষয়ে জানতে শিশুর বাবা নিজাম দর্জির মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই ফোন কেটে দেন। 

গাজীপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনেছি। টাকা চুরির ঘটনায় মায়ের ভয়ে বিষপান করেছে ওই শিশু।’ 

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা

২৫ ঘণ্টায় ২২ লাখ টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ