হোম > সারা দেশ > বরিশাল

আমতলীতে মামলা তুলে না নিলে অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে মামলা তুলে না নিলে আশরাফ আলী মৃধা নামের এক ব্যক্তিকে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওদুদ মৃধা ও তাঁর সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আশরাফ মৃধা। 

বর্তমানে ওদুদ মৃধার ভয়ে আশরাফ মৃধার পরিবার পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ প্রশাসনের কাছে দ্রুত ওদুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী আশরাফ মৃধা ও তাঁর পরিবার। 

লিখিত বক্তব্যে আশরাফ মৃধা বলেন, ‘উপজেলার মহিষকাটা কলেজ রোড সড়কের পাশে খাসজমিতে গত ২৮ বছর ধরে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। ওই জমি সন্ত্রাসী ওদুদ মৃধা নিজের দাবি করে দীর্ঘদিন ধরে আমাকে ও আমার পরিবারকে নির্যাতন করে আসছে। গত শুক্রবার ওদুদ মৃধা ও তার সন্ত্রাসী বাহিনী ওই জমি দখলে করতে যায়। কিন্তু স্থানীয় লোকজনের বাধার মুখে দখল নিতে পারেনি।’ 

আশরাফ মৃধা আরও বলেন, ‘এ ঘটনায় আমি গত শনিবার আমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। এতে ক্ষুব্ধ হয় সন্ত্রাসী ওদুদ ও তাঁর বাহিনী। ওই দিন রাতে ওদুদ মৃধা ও তাঁর সন্ত্রাসী বাহিনী আমাকে মামলা ও সাধারণ ডায়েরি তুলে নিতে হুমকি দেয়। মামলা তুলে না নিলে আমাকে ও আমার পরিবারকে অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি দেন তিনি। তাঁর ভয়ে আমি ও আমার পরিবার পালিয়ে বেড়াচ্ছি।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘গত বছর ৭ সেপ্টেম্বর ওদুদ ও তাঁর সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে আমাকেসহ চারজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে। ওই ঘটনায় আমি থানায় মামলা করি। ওই মামলা তুলে নিতে চাপ দিচ্ছে ওদুদ।’ এ সময় আরও উপস্থিত ছিলেন আশরাফ মৃধার স্ত্রী আসমা বেগম, হাসান মৃধা ও নাসির মৃধা। 

এ বিষয়ে ওদুদ মৃধা বলেন, ‘ওই জমি আমার। আশরাফ মৃধা আমাকে জমির দখল দেয় না।’ 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু সাধারণ ডায়েরির কথা স্বীকার করে বলেছেন, ‘অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার হুমকির বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু