সরকারি বরিশাল কলেজকেন্দ্রে সকাল ১০টা ২৭ মিনিটে ২ নম্বর কক্ষে ভোট দিলেন নৌকা প্রতীকে মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। কয়েকবারের চেষ্টায় তিনি ইভিএমে ভোট দিতে পেরেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বলরাম পোদ্দার।
আজ সোমবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট প্রয়োগ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে খোকন সেরনিয়াবাত বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটারেরা। ভোটারেরা ভোট দিতে পেরে আনন্দিত। আইন-শৃঙ্খলাবাহিনীকে বলব ভোট দেওয়ার পরিবেশ সুষ্ঠু রাখতে ব্যবস্থা নিন।’ তিনি বিজয়ে শতভাগ আশাবাদী বলেও জানান।
এ কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৮২৬ জন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘৫টি বুথে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে।’