বরগুনার আমতলীতে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে কুপিয়ে ২৭ জায়গায় জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে ঘোপখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শাহনাজ বেগম (৩৫) ওই গ্রামের মাহাতাব হাওলাদারের স্ত্রী। তাঁকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শাহনাজ গত মঙ্গলবার বাবার বাড়িতে বেড়াতে যান। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী মাহতাব বুধবার গভীর রাতে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ২৭টি কোপ দেন। পরে মৃত ভেবে ফেলে রাখেন। এ ঘটনায় স্বজনেরা থানায় খবর দিলে পুলিশ এসে মাহতাবকে আটক এবং গুরুতর আহত শাহনাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা লুনা বিনতে হক বলেন, ওই নারীর মাথা, মুখমণ্ডল, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাহাতাবকে আটক করা হয়েছে।