হোম > সারা দেশ > পিরোজপুর

মায়ের সঙ্গে বেরিয়ে বেইলি ব্রিজ থেকে পড়ে নিখোঁজ শিশু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে শিশুপার্কে মায়ের সঙ্গে ঘুরতে বেরিয়ে সেতু থেকে পড়ে নিখোঁজ হয় চার বছরের শিশু সিন্থিয়া। নিখোঁজের ২২ ঘণ্টা পার হলেও শিশুটিকে উদ্ধার করা যায়নি। আজ বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালিয়ে শিশু সিন্থিয়াকে উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে।

গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে মায়ের হাত থেকে ছিটকে গিয়ে বেইলি ব্রিজের গার্ডারের ভাঙা অংশ দিয়ে খরস্রোতা পোনা নদীতে পড়ে নিখোঁজ হয় শিশুটি। সে জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি গ্রামের কাউসার খান ও হাফসা দম্পতির একমাত্র মেয়ে। 

নিখোঁজ সিন্থিয়ার মা হাফসা আজকের পত্রিকাকে জানান, বিকেলে শিশু পার্কে মেয়েকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় তড়িঘড়ি করে বাড়িতে যাওয়ার উদ্দেশে অটোরিকশা খোঁজার সময় বেইলি ব্রিজের গার্ডারের ভাঙা অংশ দিয়ে পোনা নদীতে পড়ে যায় তাঁর মেয়ে। সন্ধ্যার পরে অনেক খোঁজাখুঁজির করেও মেয়েকে পাননি।

এ বিষয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আব্দুস সোবাহান আজকের পত্রিকাকে জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও কোস্টগার্ডের ডুবুরি দলের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। সকাল থেকেই উদ্ধার কার্যক্রম চলছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা