হোম > সারা দেশ > বরিশাল

গভীর রাতে বরিশাল নগর ভবনে অস্থিরতা, আটকে রাখা হয় ৪ শ্রমিককে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগর ভবন। ছবি: সংগৃহীত

৮ দিনের বেতন কম দেওয়ায় পরিচ্ছন্নতাকর্মীরা গতকাল বুধবার দিবাগত গভীর রাত পর্যন্ত বরিশাল নগর ভবনে বিক্ষোভ করেন। এ ঘটনায় প্রতিবাদকারী চার শ্রমিককে নগর ভবনে আটকে রাখা হয়েছিল। এতে ক্ষিপ্ত অন্যা শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ করেন। পরে সমঝোতা হলে আটক চারজনকে ছেড়ে দেওয়া হয়।

বেতন নিয়ে অসন্তোষের কারণে পরিচ্ছন্নতা শ্রমিকেরা বুধবার সন্ধ্যার পর নগরে ময়লা অপসারণ বন্ধ করে দিয়েছিলেন। সমঝোতার পর গভীর রাতে কাজে যোগ দেন তাঁরা।

জানা গেছে, শ্রমিকেরা মাসের ৩০ দিন কাজ করেন। তাঁদের সরকারি বিধি অনুযাযী ২২ দিনের বেতন দেওয়া হয়। সাপ্তাহিক ২ দিন ছুটি হিসাবে গণ্য হয়। বুধবার ২২ দিনের বেতন দেওয়া হলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কয়েকজন শ্রমিক উত্তেজিত হলে কর্মকর্তারা চারজনকে একটি কক্ষের মধ্যে আটকে রাখেন। তাঁদের পুলিশে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। খবর পেয়ে অন্য শ্রমিকেরা গিয়ে বিক্ষোভ করেন। এতে রাত দেড়টা পর্যন্ত নগর ভবনে উত্তেজনাকর পরিস্থিতি ছিল। পরে চারজনকে ছেড়ে দেওয়া হলে শ্রমিকেরা নগরে ময়লা অপসারণ কাজ শুরু করেন।

সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের কোষাধ্যক্ষ আলী আজিম জানান, শ্রমিকদের সাপ্তাহিক ছুটি নেই। ৩০ দিনই তাঁরা কাজ করেন। তাঁদের বেতন দেওয়া হয় ২২ দিনের। এর প্রতিবাদ জানাতে বুধবার রাত ১০টার দিকে তাঁরা নগর ভবনে যান। তাঁদের ৪ জনকে দোতলার একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে অন্য শ্রমিকেরা এসে প্রতিবাদ জানিয়েছেন।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, সরকারি পরিপত্র অনুযায়ী অস্থায়ী শ্রমিকদের বেতন দেওয়া হয়। চারজন শ্রমিক চাকরি নিয়ম অমান্য করে নগর ভবনে হট্টগোল করেছিলেন। এজন্য তাঁদের আটক করা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল সাংবাদিকদের জানান, দৈনিক মজুরি কর্মচারী নীতিমালায় শ্রমিকেরা ২২ দিনের বেতন পাবেন। আগামী মাসে পরিষদের সাধারণ সভায় শ্রমিকদের রোটেশনের বিষয়ে সিদ্ধান্ত হবে। তা ছাড়া নতুন মজুরি অনুযায়ী জুলাই মাস থেকে শ্রমিকেরা ১৬ হাজার টাকা বেতন পাবেন। এখন পাচ্ছেন ১২ হাজার টাকা।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ