হোম > সারা দেশ > বরিশাল

গভীর রাতে বরিশাল নগর ভবনে অস্থিরতা, আটকে রাখা হয় ৪ শ্রমিককে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগর ভবন। ছবি: সংগৃহীত

৮ দিনের বেতন কম দেওয়ায় পরিচ্ছন্নতাকর্মীরা গতকাল বুধবার দিবাগত গভীর রাত পর্যন্ত বরিশাল নগর ভবনে বিক্ষোভ করেন। এ ঘটনায় প্রতিবাদকারী চার শ্রমিককে নগর ভবনে আটকে রাখা হয়েছিল। এতে ক্ষিপ্ত অন্যা শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ করেন। পরে সমঝোতা হলে আটক চারজনকে ছেড়ে দেওয়া হয়।

বেতন নিয়ে অসন্তোষের কারণে পরিচ্ছন্নতা শ্রমিকেরা বুধবার সন্ধ্যার পর নগরে ময়লা অপসারণ বন্ধ করে দিয়েছিলেন। সমঝোতার পর গভীর রাতে কাজে যোগ দেন তাঁরা।

জানা গেছে, শ্রমিকেরা মাসের ৩০ দিন কাজ করেন। তাঁদের সরকারি বিধি অনুযাযী ২২ দিনের বেতন দেওয়া হয়। সাপ্তাহিক ২ দিন ছুটি হিসাবে গণ্য হয়। বুধবার ২২ দিনের বেতন দেওয়া হলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কয়েকজন শ্রমিক উত্তেজিত হলে কর্মকর্তারা চারজনকে একটি কক্ষের মধ্যে আটকে রাখেন। তাঁদের পুলিশে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। খবর পেয়ে অন্য শ্রমিকেরা গিয়ে বিক্ষোভ করেন। এতে রাত দেড়টা পর্যন্ত নগর ভবনে উত্তেজনাকর পরিস্থিতি ছিল। পরে চারজনকে ছেড়ে দেওয়া হলে শ্রমিকেরা নগরে ময়লা অপসারণ কাজ শুরু করেন।

সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের কোষাধ্যক্ষ আলী আজিম জানান, শ্রমিকদের সাপ্তাহিক ছুটি নেই। ৩০ দিনই তাঁরা কাজ করেন। তাঁদের বেতন দেওয়া হয় ২২ দিনের। এর প্রতিবাদ জানাতে বুধবার রাত ১০টার দিকে তাঁরা নগর ভবনে যান। তাঁদের ৪ জনকে দোতলার একটি কক্ষে আটকে রাখা হয়েছিল। খবর পেয়ে অন্য শ্রমিকেরা এসে প্রতিবাদ জানিয়েছেন।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, সরকারি পরিপত্র অনুযায়ী অস্থায়ী শ্রমিকদের বেতন দেওয়া হয়। চারজন শ্রমিক চাকরি নিয়ম অমান্য করে নগর ভবনে হট্টগোল করেছিলেন। এজন্য তাঁদের আটক করা হয়েছিল। পরে ছেড়ে দেওয়া হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল সাংবাদিকদের জানান, দৈনিক মজুরি কর্মচারী নীতিমালায় শ্রমিকেরা ২২ দিনের বেতন পাবেন। আগামী মাসে পরিষদের সাধারণ সভায় শ্রমিকদের রোটেশনের বিষয়ে সিদ্ধান্ত হবে। তা ছাড়া নতুন মজুরি অনুযায়ী জুলাই মাস থেকে শ্রমিকেরা ১৬ হাজার টাকা বেতন পাবেন। এখন পাচ্ছেন ১২ হাজার টাকা।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি