হোম > সারা দেশ > বরিশাল

মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে ববি: শিক্ষক-কর্মকর্তাদের উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সহযোগিতার জন্য আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হবে ববিকে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’

বিশ্ববিদ্যালয়ের চারটি সংগঠনের নেতৃবৃন্দ আজ বুধবার দুপুরে সাক্ষাৎ করতে গেলে উপাচার্য এসব কথা বলেন। এ সময় উপাচার্য যার যার অবস্থান থেকে সকলকে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার আহ্বান জানান।

উপাচার্য বলেন, ‘মনে রাখতে হবে, এ বিশ্ববিদ্যালয় শুধু আমাদের কর্মের জায়গা নয়, এটা ভালোবাসা আর আবেগেরও জায়গা। এ জন্য সকলকে প্রতিষ্ঠানটিকে হৃদয়ে ধারণ করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের চারটি সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপাচার্যের সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর পাশে থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।

শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী বলেন, ‘উপাচার্যের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এ অগ্রযাত্রায় আমরা সকলে তাঁর পাশে আছি।’

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাদিম মল্লিক, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ হোসেন সুমন, গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সভাপতি আরিফ সিকদার, সাধারণ সম্পাদক মহিন সরদার কালু, ববির রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল কাইউম।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫