হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে ১০ বাসযাত্রী নিহতর ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

বরিশালের উজিরপুরে ১০ বাসযাত্রী নিহতের ঘটনায়বাসচালক আরিফ খানকে আসামি করে মামলা করেছে পুলিশ। গতকাল রোববার রাত পৌনে ১০টার দিকে বাসচালক একমাত্র আসামি করে গৌরনদী হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট মো. মাহবুব উজ্জল বাদী হয়ে উজিরপুর থানায় মামলাটি করেন। 

মামলায় সড়ক পরিবহন আইনের ৯৮ / ১০৫ ধারায় বাসচালক আরিফ খানকে অভিযুক্ত করা হয়েছে। এজাহারে চালক আরিফ খানের বিরুদ্ধে দ্রুত গতিতে বেপরোয়াভাবে বাস চালিয়ে ১০ যাত্রীর মৃত্যু ও ১৮-২০ জন যাত্রীকে আহত করে ক্ষতিসাধন করার অভিযোগ করা হয়েছে। 

এদিকে দুর্ঘটনার পর এখনো হদিস মেলেনি বাসচালক আরিফ খানের। বাসচালক আরিফ খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকার মানিক খানের ছেলে। তিনি ঢাকা-ভান্ডারিয়া রুটের যমুনা লাইন পরিবহনের বাসের (নম্বর-ঢাকা মেট্রো-ব-১৫-৯০৪৬) চালক ছিলেন। 

দুর্ঘটনাকবলিত বাসের কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, বাসটির গতি ছিল অনেক বেশি। আর বাসটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিল। দুর্ঘটনার পর পরই চালক পালিয়েছেন।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ বলেন, বাসচালককে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। আশা করছি দ্রুত তাঁকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

এই মামলার তদন্ত করছে গৌরনদী থানার হাইওয়ে পুলিশ। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন বলেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে। নিহতদের ভেতর ওই গাড়ির দুজন হেলপার রয়েছেন। তবে চালকের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় উজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে দুর্ঘটনায় নিহত ১০ জনের নাম ও পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। এ দুর্ঘটনায় নিহতরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেটকি এলাকার মো. কুসুম আকনের ছেলে মো. নজরুল ইসলাম আকন (৩৫), একই এলাকার রাকিব আকনের স্ত্রী তাজনেয়ারা বেগম (২৩), বরগুনার বেতাগী উপজেলার কাজীরাবাদ এলাকার মোবারক আলী বেপারীর ছেলে মো. হালিম মিয়া (৩১), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি এলাকার মৃত আবুল কাশেম হাওলাদারের ছেলে মো. রমজান হাওলাদার (৩৮), ঝালকাঠি সদরের নেয়রি এলাকার মো. মনির হোসেনের ছেলে আরাফাত হোসেন (৯), উজিরপুরের মুন্ডুপাশা এলাকার মৃত মনোরঞ্জন শীলের ছেলে মাধব শীল (৪৬), বরগুনার গলাচিপা মীরের হাওলা এলাকার তাজেম আলী ব্যাপারীর ছেলে রেজা চোকদার (২৩), পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার মৃত করিম খানের ছেলে রিপন খান (৪৮), বাসের হেলপার ফরিদপুরের নগরকান্দা সুতারকান্দা এলাকার আওলাদ আলী মোল্লার ছেলে মো. সেন্টু মোল্লা (৫০), ও বরগুনার কেওরাবুনিয়া এলাকার আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে মো. ইমরান হাওলাদার (২৬)। দুর্ঘটনায় আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, ঢাকা থেকে যাত্রী নিয়ে শনিবার রাতে ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে যমুনা পরিবহনের একটি বাস। উজিরপুরের সানুহার এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে শিশু ও নারীসহ বাসের ১০ যাত্রী নিহত হন। আহত হয়েছেন ১৮-২০ জন। 

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫