হোম > সারা দেশ > ঝালকাঠি

জঙ্গি সন্দেহে দাখিল পরীক্ষার্থী আটক

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি থেকে ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর সদস্য সন্দেহে মো. রেজোয়ানুল করিম (২২) নামে এক যুবককে আটক করেছে ঢাকা টিকাটুলি র‍্যাব-৩। আজ রোববার ভোর পৌনে ৬টার দিকে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তারাবুনিয়া এলাকা থেকে তাঁকে আটক করে। 

আটক রেদোয়ান ওই গ্রামের হাফেজ মাহমুদ হোসাইনের ছেলে ও কানুদাশকাঠি সিনিয়র ফাজিল মাদ্রাসার এ বছরের দাখিল পরীক্ষার্থী। এ ঘটনায় র‍্যাবের ডিএডি পুলিশ পরিদর্শক মাহে আলম বাদী হয়ে রোববার সন্ধ্যায় রেদোয়ানের বিরুদ্ধে রাজাপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার এজাহার দায়ের করে তাঁকে থানায় সোপর্দ করেছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, র‍্যাব-৩-এর গোয়েন্দা তথ্যমতে র‍্যাব জানতে পারে ঘোষিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর কয়েকজন সদস্য রাজাপুর উপজেলায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ দল রোববার ভোরে ঢাকা থেকে গিয়ে রেদোয়ানকে তাঁর এলাকা থেকে আটক করেছে। এ সময় রেদোয়ানের কাছ থেকে তাঁর একটি ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়। রেদোয়ান ওই মোবাইলে অ্যাপস ব্যবহার করে বেনামি আইডি খুলে জঙ্গি-সংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদান করতেন। বেনামি আইডি থেকে জঙ্গিবাদী ভিডিও, পিডিএফ, বার্তা, পোস্ট, লাইক, শেয়ার করতেন। 

এ বিষয়ে রাজাপুর থানার পরিদর্শক (ওসি) গোলাম মোস্তফা রোববার সন্ধ্যায় বলেন, ‘র‍্যাবের দায়ের করা এজাহার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মামলা হিসেবে রেকর্ড করা হবে। ওই মামলায় রেদোয়ানকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল সোমবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।’ 

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ