হোম > সারা দেশ > বরিশাল

যমজ বোনের মরদেহ বাড়িতে, কান্নার লোক নেই

খাইরুল ইসলাম আকাশ, তালতলী (বরগুনা) 

মা ও দাদির সঙ্গে লঞ্চে করে ঢাকা থেকে বরগুনা ফিরছিল যমজ দুই বোন লামিয়া ও সামিয়া। কিন্তু তাদের আর বাড়িতে জীবিত ফেরা হয়নি। সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুনে পুড়ে কয়লা হয়ে কফিনে ফিরতে হয়েছে তাদের। কিন্তু বাড়ি পুরো খাঁ-খাঁ করছে। তাদের মৃত্যুতে শোকের মাতম করারও কোনো লোক নেই। 

আজ শনিবার সকালে জেলা প্রশাসন থেকে দুই বোনের মরদেহ শনাক্ত করা হয়।

যমজ দুই বোনের মা এখনো নিখোঁজ। মাকে হন্যে হয়ে খুঁজছেন তাদের বাবা। আর পঞ্চাশোর্ধ্ব দাদি হাসপাতালে মৃত্যুর সঙ্গে প্রহর ঘুনছেন। বাড়িতে রয়েছেন শুধু তাদের সত্তরোর্ধ্ব বয়সী দাদা আব্দুল আজিজ। কান্না করতে করতে তাঁর চোখের পানি শুকিয়ে গেছে। বাকরুদ্ধ হয়ে বাড়ির এক কোণে পড়ে আছেন তিনি।

জানা গেছে, আব্দুল আজিজের ছেলে রবিউল ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। তাঁর দুই নাতনি তাঁর কাছেই থাকতেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুই নাতনি লামিয়া ও সামিয়া (৫), ছেলের বউ শিমু আক্তার (২৬) এবং স্ত্রী দুলু বেগম (৫৫) ঢাকা থেকে বরগুনা আসছিলেন। তারা অভিযান-১০ লঞ্চে উঠেছিলেন বলে জানতে পারেন আবদুল আজিজ। এরপর খবর পান লঞ্চে আগুন লেগেছে। ওই আগুনে আব্দুল আজিজের দুই নাতনি পুড়ে মারা গেছেন। তাঁর ছেলের বউকে খুঁজে পাচ্ছেন না। স্ত্রী বরিশালের হাসপাতালে ভর্তি। 

সরেজমিনে আবদুল আজিজের বাড়ি গিয়ে দেখা যায়, দুই নাতনি হারানোর শোকে পাথর হয়ে গেছেন তিনি। বাড়ির উঠানে নাতনিদের মরদেহ এলে কিছুই বলতে পারছেন না। আশপাশের লোকজন এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

এদিকে যমজ দুই বোনের মরদেহ দেখতে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার আবদুল আজিজের বাড়িতে যান। এ সময় আজিজের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। 

উল্লেখ্য, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসনের কাছে ৩৭টি মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ৭ জনের মরদেহ শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। বাকি ৩০ জনের মরদেহের বেলা ১১টার দিকে গণজানাজা পড়ানো হয়। জানাজার পরে আরও ৩ জনের মরদেহ শনাক্ত করে তাদের পরিবার। এই ৩ জনের মরদেহও পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাকি ২৭ জনকে পৌরসভার পোটকাখালী কবরস্থানে দাফন করা হয়।

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ৩০ জনের জানাজা পড়ানো হয়। পরে তিনটি মরদেহ তাদের পরিবার শনাক্ত করলে সেগুলো এখানে (পোটকাখালী কবরস্থান) দাফন করা হয়নি। 

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ