হোম > সারা দেশ > বরিশাল

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বাম জোটের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সরকারের পদত্যাগসহ ৫ দফা দাবিতে বরিশালে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। আজ বুধবার শহরের অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। শেষে অশ্বিনী কুমার হল থেকে নথুল্লাবাদ পর্যন্ত পদযাত্রা করে নেতাকর্মীরা। 

এ সময় বক্তারা বলেন, সরকারের দুঃশাসনে জনজীবন অতিষ্ঠ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকদিকে গণতন্ত্র ও ভোটাধিকার ভূলুন্ঠিত। ১৫ বছর জনগণের ভোটাধিকার পদদলিত করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন ২০২৪ সালেও একতরফা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। 

বক্তারা আরও বলেন, স্বৈরাচারী আইয়ুব সরকার, এরশাদ সরকারের যেভাবে গণ-অভ্যুত্থানের মুখে পতন হয়েছিল, আওয়ামী সরকারেরও সেভাবেই পতন হবে। অবিলম্বে সংসদ ভেঙে তদারকি সরকারের অধীনে সংখ্যানুপাতিক নির্বাচনের জোর দাবি জানান তারা। 

বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়কারী অধ্যাপক শাহ আজিজ খোকনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাঢ়ৈ প্রমুখ।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ