হোম > সারা দেশ > বরিশাল

খেলা নয় সবকিছুর ফয়সালা রাজপথে হবে: বিএনপি নেতা গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

খেলা নয় সবকিছুর ফয়সালা রাজপথে হবে বলে মন্তব্য জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার দুপুরে বরিশালে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন। দেশব্যাপী মিথ্যা ও গায়েবি মামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয় চত্বরে এই বিক্ষোভ সমাবেশ হয়।

এ সময় বিএনপি নেতা গয়েশ্বর আরও বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো খেলা হবে না। সবকিছুর ফয়সালা হবে রাজপথে। যেদিন দেশে তত্ত্বাবধায়ক বাস্তবায়ন হবে, দিনের ভোট দিনে হবে, সেদিনই বিএনপি খেলবে। আমরা ১০ ডিসেম্বর ঢাকায় বসে থাকার জন্য সমাবেশ করব না। চূড়ান্ত বিজয়ের জন্য মানুষ একদিন নিজেদের প্রয়োজনেই ঢাকায় ওঠে যাবেন। এর জন্য কোনো দিন তারিখের প্রয়োজন হবে না।’ 

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় সদস্য আবু নাসের রহমতউল্লাহ, প্রকৌশলী আবদুস সোবাহান, মেজবাহউদ্দিন ফরহাদ, আবুল হোসেন খান প্রমুখ।

ভূমি জালিয়াতি: বরিশালে সাবেক কানুনগো ও তহশিলদার কারাগারে

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর

বরিশালে নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

বরিশালে পরিবেশ অধিদপ্তরের অভিযান: চার ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু