হোম > সারা দেশ > বরিশাল

খেলা নয় সবকিছুর ফয়সালা রাজপথে হবে: বিএনপি নেতা গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

খেলা নয় সবকিছুর ফয়সালা রাজপথে হবে বলে মন্তব্য জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ বুধবার দুপুরে বরিশালে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন। দেশব্যাপী মিথ্যা ও গায়েবি মামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয় চত্বরে এই বিক্ষোভ সমাবেশ হয়।

এ সময় বিএনপি নেতা গয়েশ্বর আরও বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো খেলা হবে না। সবকিছুর ফয়সালা হবে রাজপথে। যেদিন দেশে তত্ত্বাবধায়ক বাস্তবায়ন হবে, দিনের ভোট দিনে হবে, সেদিনই বিএনপি খেলবে। আমরা ১০ ডিসেম্বর ঢাকায় বসে থাকার জন্য সমাবেশ করব না। চূড়ান্ত বিজয়ের জন্য মানুষ একদিন নিজেদের প্রয়োজনেই ঢাকায় ওঠে যাবেন। এর জন্য কোনো দিন তারিখের প্রয়োজন হবে না।’ 

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় সদস্য আবু নাসের রহমতউল্লাহ, প্রকৌশলী আবদুস সোবাহান, মেজবাহউদ্দিন ফরহাদ, আবুল হোসেন খান প্রমুখ।

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা