হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে পৌষ মেলায় উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরে চলছে তিন দিন ব্যাপী পৌষ মেলা। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলায় অর্ধশত স্টলে পিঠাসহ হরেক রকম পণ্যের সমাহার ঘটেছে। শীতের সন্ধ্যায় নগরীর জগদীশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজ মাঠে নারী-পুরুষ ও শিশুরা মেলা উপভোগ করতে ভিড় জমিয়েছে। পৌষ মেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। 

তিন দিনব্যাপী মেলার দ্বিতীয় দিনে আজ শনিবার রাতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। 

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বরিশাল শাখার সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে পৌষ মেলায় আরও বক্তব্য দেন সনাকের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, বিএম কলেজ সহযোগী অধ্যাপক রনজিৎ মল্লিক প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, বাঙালি সংস্কৃতি ও বাংলার রূপ এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে তুলে ধরতে পৌষ মেলা অনন্য উদ্যোগ। 

মেলায় অর্ধশত স্টলে পণ্যের প্রদর্শনী চলবে কাল রোববার পর্যন্ত। আজ শনিবার সন্ধ্যায় পিঠা বিক্রির স্টল রন্ধন শিল্পীর শিরিন আহসান আজকের পত্রিকাকে বলেন, প্রথম দিন থেকেই দেশীয় পিঠার বেশ চাহিদা মেলায়। সাজ, ভাপা, পুলি, এলেবেলসহ নানা নামের পিঠা ওঠে মেলায়। 
মেলায় আসা দর্শনার্থী শাম্মি জাহান আজকের পত্রিকাকে বলেন, পিঠা খাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করা, গোটা মেলায় গ্রাম বাংলার একটা ভাব আছে। রাতে আবৃত্তি, নাটক, বাংলার গান, নাচসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে মাতিয়ে তোলা হয় দর্শনার্থীদের। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় পৌষ মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। 

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫