বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল (৭০) আজ শনিবার রাত সোয়া ৮টার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিডনিসহ নানা জটিল রোগে দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে কাজী রাসেল।
কাজী বাবুল গত ৩০ বছরে একাধিবার বরিশাল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে তিনি নগরীসংলগ্ন কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
কাজী বাবুল বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা। বরিশালে বর্তমান সময়ে কর্মজীবী সাংবাদিকদের অধিকাংশই আজকের বার্তার মাধ্যমে পেশার সূচনা করেছেন। কাজী বাবুল বরিশালের সাংবাদিকদের অভিভাবক হিসেবে দীর্ঘ সময়ে বরিশালে নেতৃত্ব দিয়েছেন।
কাজী বাবুলের মরদেহ রোববার বরিশালে এনে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।