পটুয়াখালীর কুয়াকাটায় জালে ধরা পড়েছে চারটি পাখি মাছ বা সেইল ফিশ। যা বিক্রি হয় ২৫ হাজার টাকায়।
আজ সোমবার বিকেলে আলীপুর মৎস্য অবতরণকেন্দ্রে এই মাছ চারটি নিয়ে আসেন ফারুক আকন নামের এক জেলে। বন্দরের নাঈম নামের এক আড়তদার মাছগুলো কিনে রাখেন। তখন মাছগুলো দেখতে ভিড় জমান উৎসুক জনতা।
জেলে ফারুক বলেন, ‘গত তিন দিন আগে সাগরে মাছগুলো জালে পেয়েছি। আজকে আলীপুর এসে বিক্রি করেছি। এগুলো বছরে দুই-একবার পেয়ে থাকি।’
আড়তদার নাইম বলেন, ‘এই মাছগুলো বেশ দ্রুতগতিসম্পন্ন। তাই অনেকে পাখি মাছ নামেও চিনে থাকে। বছরের এই মৌসুমে মাছগুলো জালে ধরা পড়ে। বেশ সুস্বাদু হওয়ায় এ মাছের চাহিদা অনেক। আজ মাছ চারটি ২৫ হাজার টাকায় কিনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছি। আশা করছি ভালো দাম পাব।’
কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ার দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এর ইংলিশ নাম সেইল ফিশ।