হোম > সারা দেশ > বরিশাল

বাসচাপায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের সদর উপজেলার চরকাউয়া–গোমা রুটে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টায় বাকেরগঞ্জের চরামুদ্দি ইউনিয়নের নিমতলা কালভার্টের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহতেরা হলেন উপজেলার চরাদির সন্তোসদী গ্রামের জসীম কাজীর ছেলে রাব্বি কাজী (১৮) এবং একই এলাকার নান্না মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (১৯)। তাঁরা উভয়েই আতাহার উদ্দীন হাওলাদার ডিগ্রি কলেজের ছাত্র।

স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকালে বাড়ি থেকে রাব্বি ও নাজমুল বরিশালের চরকাউয়ার দিকে যাচ্ছিলেন। অন্যদিকে গোমায় যাচ্ছিলেন সাগর পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস। পথে চরামুদ্দি ইউপির নিমতলার উত্তর পাশে, কালভার্টের সামনে বাসটি মোড় ঘোরানোর সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ তাঁরা দুজন পড়ে গেলে বাসটি তাঁদের চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই রাব্বি ও নাজমুল নিহত হন। পরে বাস রেখেই পালিয়ে যান চালক ও তাঁর সহকারী। 

খবর পেয়ে চরামুদ্দি ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম দুর্ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এসআই আমিনুল ইসলাম বলেন, ‘বাসের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।’ 

ওই এলাকার বাসিন্দা ফারুক মল্লিক জানান, এই রুটের অধিকাংশ বাসই চলাচলের অনুপযোগী এবং চালকেরা বেপরোয়াভাবে এগুলো চালান। এ নিয়ে তাঁরা কিছুদিন আগে আন্দোলনও করেছেন। 

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন