হোম > সারা দেশ > ভোলা

লালমোহনে জন্ম নিল জোড়া লাগানো যমজ শিশু

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনের এক কৃষক পরিবারে জন্ম নিয়েছে জোড়া লাগানো যমজ শিশু। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের ‘লালমোহন ক্লিনিকে’ শিশু দুটির জন্ম হয়। মাথা, হাত-পা আলাদা হলেও পেট জোড়া লাগানো অবস্থায় জন্ম হয় তাদের। মা ও নবজাতকেরা সুস্থ রয়েছে। 

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশু দুটিকে দেখতে ক্লিনিকে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। লালমোহন উপজেলার উত্তর ফুলবাগিচা গ্রামের কৃষক বিল্লাল হোসেন ও মিতু বেগমের ঘরে জন্ম নেয় শিশু দুটি। 

ক্লিনিকের ম্যানেজার ইলিয়াস হোসেন বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে সিজার সম্পন্ন হয়। গাইনি চিকিৎসক ডা. মুমতাহিনা হক জিমের তত্ত্বাবধানে অপারেশনটি সম্পন্ন হয়। এতে ওই প্রসূতির জোড়া লাগানো শিশু জন্ম হয়। নবজাতক দুটি ছেলে।’ 

ক্লিনিকের ম্যানেজার আরও বলেন, ‘শিশুটির পিতা-মাতা আগে থেকে যমজ সন্তান জন্ম নেওয়ার বিষয়টি জানলেও তবে জোড়া লাগানো সন্তান হবে এ বিষয়টি তাঁরা কেউ জানতেন না।’ তবে শিশুদের জরুরি ভিত্তিতে ঢাকা বা বরিশাল নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। 

এদিকে, যমজ সন্তান জন্ম নেওয়ার পর বাবা-মায়ের হাসি ফুটলেও তাদের চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। 

চিকিৎসক মুমতাহিনা হক জিম বলেন, ‘অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব। তবে এখনই না। তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিশু দুটি সুস্থ রয়েছে।’  
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, ‘বিষয়টি জানার পর থেকে আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছি, তাদের চিকিৎসা দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।’ 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা