হোম > সারা দেশ > বরিশাল

রূপাতলী বাসটার্মিনাল: সাদিক অনুসারীদের হাতছাড়া বরিশাল শ্রমিক ইউনিয়নের কার্যালয় 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরের রূপাতলীতে শ্রমিক ইউনিয়নের কার্যালয় আজ সোমবার দখল করে নিয়েছে ক্ষমতাসীন দলের একাংশ। তারা নিজেদের নৌকার মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের অনুসারী দাবি করে আসছেন। কার্যালয়টি এর আগে মেয়র সাদিকের অনুসারীরা নিয়ন্ত্রণ করত। এ নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সুমন মোল্লা নামে এক শ্রমিক নেতা ইউনিয়ন অফিস দখল করেছেন বলে শুনেছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রমিক ইউনিয়নের সম্পাদক আরিফুর রহমান সুমন মোল্লা ও তাঁর লোকজন সকালে কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে শ্রমিকদের বদলি সিপ ও ইউনিয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। এ সময় সাধারণ শ্রমিকেরাও তাদের সঙ্গে যোগ দেন। সেখানকার একাধিক শ্রমিক জানান, শ্রমিক ইউনিয়নের পুরোনো শ্রমিক হলেও আমাদের বেকার রাখা হয়েছিল। অর্ধশত শ্রমিকদের কোনো ডিউটি দেওয়া হতো না। 

জানতে চাইলে মেয়র সাদিক অনুসারী মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, সুমন মোল্লা অফিস দখল করেছে। আজ সোমবার থেকে তাঁরা শ্রমিকদের মধ্যে বদলি স্লিপ বণ্টন করেছেন। যদিও উচ্চ আদালত এর কার্যক্রম স্থিতিশীল রাখার নির্দেশ দিয়েছেন। বিষয়টি ওসিকে জানিয়েছেন। 

তবে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন মোল্লা বলনে, অফিস তালা দেওয়া ছিল। সেটি শ্রমিকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বদলি স্লিপের বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, ওদের ক্ষমতা নেই বাস টার্মিনালের শ্রমিকদের সেবা দেওয়ার। তাই নতুন করে শ্রমিকদের জন্য কাজ করবেন তারা। 

গত বছরের ৩ এপ্রিল রূপাতলী বাসটার্মিনালে আধিপত্য বিস্তার নিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা