হোম > সারা দেশ > বরিশাল

গৌরনদীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী থেকে গোলাম ফজলে রাব্বি (২০) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মৃত গোলাম ফজলে রাব্বি গৌরনদীর দক্ষিণ বিজয়পুর মহল্লার খ্রিষ্টানপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান ব্যাপারীর ছেলে। সে সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রাব্বি হতাশায় ভুগছিল। পরিবারের অজান্তে গতকাল মঙ্গলবার রাতে ভাড়াটিয়া বাসার পার্শ্ববর্তী খালপাড়ে গাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। আজ সকালে গ্রামের লোকজন গাছের সঙ্গে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

গৌরনদী মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কেএম আব্দুল হক বলেন, স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ আজ সকালে ঝুলন্ত অবস্থায় রাব্বির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

উপ-পুলিশ পরিদর্শক আরও বলেন, এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর