বরিশালের মুলাদীতে বজ্রপাতে রবিউল চৌকিদার (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরকালেখা ইউনিয়নের জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। রবিউল চৌকিদার জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামের মৃত ইসমাইল চৌকিদারের ছেলে।
নিহত রবিউলের প্রতিবেশী আবির হোসেন জানান, দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। ওই সময় রবিউল বাড়ির পাশের বিলের মধ্যে গরু আনতে গেলে বজ্রপাতে মারাত্মক আহত হন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইদী হাসান বাঁধন জানান, বজ্রপাতে আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।