হোম > সারা দেশ > বরিশাল

তথ্য গোপনের অভিযোগে ১১ মাসের মাথায় চাকরি গেল প্রাথমিক শিক্ষকের

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের নিয়োগ বাতিল করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। চাকরির তথ্য গোপন এবং পুলিশ প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশটি বিদ্যালয়ে এসে পৌঁছালে জানাজানি হয়। গত ২৪ ডিসেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আকতারুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে এ নিয়োগটি বাতিল করা হয়। 

ওই শিক্ষকের নাম মো. তারেক হোসেন। তিনি উপজেলার চরকালেখান ইউনিয়নের পশ্চিম চরকালেখান গ্রামের প্রধান শিক্ষক আবুল কালাম সরদারের ছেলে এবং চরকালেখান আদর্শ কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তারেক নাজিরপুর ইউনিয়নের ইসলামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

এ বিষয়ে বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আকতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সহকারী শিক্ষক মো. তারেক হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে। তার গ্রহণকৃত সরকারি বেতন-ভাতা ফেরতের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

পুলিশ প্রতিবেদন সূত্রে জানা যায়, মো. তারেক হোসেনের বিরুদ্ধে ঢাকা কেরানীগঞ্জ পরিবেশ আদালতে একটি সিআর মামলা এবং বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার পিটিশন মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া তিনি ইউনিয়ন চেয়ারম্যান থেকে অবিবাহিত সনদ নিয়ে পোষ্য কোটায় চাকরি নিলেও এলাকায় বিবাহিত বলে এলাকায় জনশ্রুতি রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 
 
মো. তারেক হোসেন মামলা এবং বিয়ের বিষয়টি গোপন করে পোষ্য কোটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি নিয়েছেন বলে অভিযোগ উঠলেও তিনি চলতি বছর ২৩ জানুয়ারি ইসলামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। পরে গত ৮ নভেম্বর চরকালেখান গ্রামের মো. জয়নাল আবেদীন মামলা ও পুলিশের প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেন। 

এ বিষয়ে মুলাদী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ইসলামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তারেক হোসেনের নিয়োগ বাতিল করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অফিস আদেশ দিয়েছেন। চাকরি ফিরে পেতে ওই শিক্ষক উচ্চ আদালতে যেতে পারবেন। সেখানে চাকরি ফিরে না পেলে তাকে গ্রহণকৃত বেতন-ভাতা সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা