হোম > সারা দেশ > ঝালকাঠি

লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে দেওয়া হবে দেড় লাখ টাকা

বরিশাল প্রতিনিধি

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে দেড় লাখ টাকা করে দেবে নৌপরিবহন মন্ত্রণালয়। আর আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। 

আজ শুক্রবার দুপুর ২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আহতদের দেখতে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সেখানেই তিনি সাংবাদিকদের এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, ‘এ ঘটনায় এরই মধ্যে যারা মারা গেছে, তাদের পরিবারকে আমরা দেড় লাখ টাকা করে দেব। যারা আহত আছে, তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ জানান, বরিশাল মেডিকেলে আজই একটি বার্ন ইউনিট আসবে। যারা অতিরিক্ত দগ্ধ, তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হবে। 

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তিন কার্যদিবসের মধ্যে তদন্ত টিম রিপোর্ট জমা দেবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি বলব না যে এটা রাজনৈতিক নাশকতা কিংবা দেশবিরোধী কোনো চক্রের কাজ। যান্ত্রিক কোনো ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে কি না, সেটাও তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে।’

যদিও এর আগে ‘একটি লঞ্চে আগুন লেগে পুরো লঞ্চ ভস্মীভূত হওয়ার পেছনে কোনো রহস্য থাকতে পারে’ বলে মন্তব্য করেছিলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া বরিশালের শেবাচিম হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। লঞ্চটিতে পাঁচ শতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছেন স্ত্রীসহ প্রাণে বেঁচে যাওয়া পাথরঘাটার ইউএনও।

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

আগামী নির্বাচনে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন: পররাষ্ট্র উপদেষ্টা

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা