হোম > সারা দেশ > বরিশাল

এক মিনিটে ২৭টি ভাত খেয়ে আবারও গিনেস বুকে নাম লেখালেন নিপা

খান রফিক, বরিশাল

এবার চপস্টিক দিয়ে ভাত খেয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড গড়লেন বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা। মাত্র এক মিনিটে ২৭টি ভাত খেয়ে আট বছর পর ইতালির রেকর্ড ভেঙেছেন তিনি। ২০২২ সালের ২ সেপ্টেম্বরে রেকর্ডটি করলেও সনদ পেয়েছেন গেল ডিসেম্বরে।

এর আগে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর নিপা এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

নগরীর কলেজ রোড এলাকার আব্দুর রশিদের মেয়ে নুসরাত জাহান নিপা (২৪) নগরীর এআরএস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং অনার্স-মাস্টার্স সরকারি ব্রজমোহন কলেজ থেকে শেষ করেছেন। বর্তমানে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত।

এ বিষয়ে জানতে চাইলে নুসরাত জাহান নিপা আজকের পত্রিকাকে বলেন, ‘এক মিনিটে ২৫টি ভাত খেয়ে ইতালির এক নাগরিক গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছিলেন, আট বছর পর সেই রেকর্ডটি ভেঙেছি আমি। চপস্টিক দিয়ে বিশ্ব রেকর্ড করাটা কঠিন ছিল। অনেক অনুশীলন করতে হয়েছে। তবে এবারে যাচাই বাছাই শেষে সার্টিফিকেট পেতে অনেকটা সময়ও লেগেছে।’

তিনি বলেন, ‘মূলত ইউটিউব দেখেই এসব ধারণা পেয়েছি, বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে তুলে ধরতে সামনে নতুন কিছু করার চেষ্টা করব।’

নিপা আরও বলেন, ‘আমার খেলাধুলার বেশ শখ, তবে বরিশালে মেয়েদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। তাই ঘরে বসেই বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছি। এ নিয়ে দুইবার বিশ্ব রেকর্ড গড়েছি। এতে বাংলাদেশ ও বরিশালের সম্মান বেড়েছে।’

এদিকে পরপর দুইবার বিশ্ব রেকর্ডে তাঁকে অভিনন্দন জানিয়েছেন পরিচিত জনেরা। কেননা বাংলাদেশে নারী হিসেবে নিপাই দুইবার বিশ্ব রেকর্ড করেছেন।

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫