হোম > সারা দেশ > বরিশাল

অস্ত্র মামলায় বেতাগী উপজেলা চেয়ারম্যান প্রার্থী কারাগারে 

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

অস্ত্র মামলায় বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহামুদ হোসেন লিটুসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার উপজেলার সদরের বেইলি ব্রিজে একটি প্রাইভেট কার তল্লাশি করে রিভলবারসহ চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহামুদ হোসেন লিটু ও গাড়িচালক মো. সজীব হোসেনকে (২৭) আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার নাহিদ মাহামুদ হোসেন লিটু বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। তিনি এবার দোয়াত কলম প্রতীক নিয়ে বেতাগী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চেকপোস্টে তল্লাশিকালে এক চেয়ারম্যান প্রার্থীর গাড়ি থেকে গুলিভর্তি রিভলবার উদ্ধার করা হয়েছে। এ সময় ওই চেয়ারম্যান প্রার্থী গাড়িতে ছিলেন। চালকের আসনের নিচ থেকে কাপড় মোড়ানো অবস্থায় গুলিভর্তি রিভলবারটি উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে গাড়িচালক অস্ত্র রাখার কথা স্বীকার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদার বলেন, ‘অস্ত্রসহ আটকের ঘটনায় চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটুর প্রার্থী বাতিল হচ্ছে না।’

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর