আন্দোলনে টালমাটাল হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যায় (ববি)। আজ মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভুঁইয়া এবং প্রক্টর আ. কাইউমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে বেলা সাড়ে ১১টার দকে পদত্যাগ করেছেন প্রক্টর। তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার ইন্ধনের অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম প্রক্টরের পদত্যাগের তথ্য নিশ্চিত করে বলেছেন, উপাচার্য সকালে শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে ভার্চুয়ালি সভা করেছেন। সেখানে উপাচার্য ড. বদরুজ্জামান সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি (উপাচার্য) বলেছেন, বিশ্ববিদ্যালয় যাতে এগিয়ে যায় এটা কামনা করেন।
এদিকে দুপুর ১২টা নাগাদ ক্যাম্পাসে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করছেন। তারা বলেছেন, উপাচার্য ড. বদরুজ্জামান স্বৈরাচারের দোসর। তিনি শিক্ষার্থীদের হামলা-গ্রেপ্তারে নেতৃত্ব দিয়েছেন। উপাচার্য এই ক্যাম্পাসে থাকতে পারবেন না।