হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে ইউপি নির্বাচনী প্রচারে ধর্মীয় অনুভূতি ব্যবহারের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ উঠেছে। তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দিন দুলাল (হাতপাখা) ইউনিয়নের বিভিন্ন স্থানে মাহফিলের নামে নির্বাচনী সভা করে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। এ সময় ধর্মের দোহাই দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন। কোথাও কোথাও জিহাদের ঘোষণাও দিচ্ছেন এবং হাতপাখায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে বলা হচ্ছে। যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। 

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী হেমায়েত উদ্দীন হিরণ বলেন, ‘আমার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেজবাহ উদ্দীন দুলাল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। তাঁরা বলছেন, হাতপাখায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। এ ছাড়া হাতপাখায় ভোট দেওয়ার মাধ্যমে জিহাদের সওয়াব পাওয়া যাবে বলেও তাঁরা প্রচার চালাচ্ছেন। এর প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছি।’ 

এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাহ উদ্দীন দুলাল বলেন, ‘এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এসব অভিযোগের কেউ প্রমাণ দিতে পারলে আমি নিজেই প্রার্থিতা থেকে সরে দাঁড়াব। এসব গুজব, গুজবে কান দেবেন না।’ 

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘অভিযোগ পেয়েছি এবং অভিযোগের সত্যতা যাচাই করতে থানা-পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ 

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা