হোম > সারা দেশ > বরিশাল

সেমিনারে বসা নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সামনে ২ গ্রুপের মারামারি 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজিত বিভাগীয় সেমিনারে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে। বসাকে কেন্দ্র করে আজ বুধবার বিকেলে নগরের মোহনা কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। 

যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের অনুসারী কর্মী এবং ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না অনুসারীদের মধ্যে এ হট্টগোল ঘটেছে বলে জানা গেছে। 

বেলা ৩টায় শুরু হওয়া সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়া প্রধান বক্তা ছিলেন ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার এবং সেমিনারের সভাপতিত্ব করেন সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের একদল কর্মী সেমিনার স্থলে প্রবেশ করেন। সেখানে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্নার অনুসারীরাও অবস্থান করছিলেন। এই দুই পক্ষের মধ্যে বসা নিয়ে বিরোধের জেরে বেশ কিছুক্ষণ চলে হাতাহাতি, মারামারি এবং চেয়ার ছোড়াছুড়ি। পরে তারা দৌড়ে রাস্তায় নেমেও মারামারি করে। এতে সেমিনারের কার্যক্রম ব্যাহত হয়। 

খবর পেয়ে সেখানে পুলিশ অবস্থান নেয়। পরবর্তীতে কেন্দ্রীয় নেতারা গন্ডগোলকারীদের বের করে দিয়ে দরজা আটকে কর্মসূচি শেষ করেন। 

ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না বলেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান বেলা ৩টার কর্মসূচিতে আসেন সাড়ে ৪টায়। তখন তিনি বসার জায়গা না পেয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে খারাপ আচরণ করেন। এটা নিয়ে তার অনুসারী কর্মীদের সঙ্গে জাহানের কর্মীদের হট্টগোল হয়েছে। পরে তিনি সেখান থেকে চলে এসেছেন। 

তবে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহান বলেন, পোলাপানের মধ্যে বসা নিয়ে কথা–কাটাকাটি হয়েছে। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়ায়। পরে সিনিয়ররা নিয়ন্ত্রণ আনেন। তিনি বলেন, দরজা আটকে কর্মসূচি করার তথ্য সঠিক নয়। 

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, সেমিনারে বিভাগের কেন্দ্রীয় সব নেতা উপস্থিত ছিলেন। এই সেমিনারে বক্তাদের বক্তব্যে উঠে এসেছে যে দেশের সাবেক সেনাপ্রধান, পুলিশ প্রধান দুর্নীতির দায়ে স্যাংশনের আওতায় আসে। যে কারণে দেশের অবস্থা আজ টালমাটাল। সবাইকে এ জন্য শপথ নিয়ে আগামী দিনে রাজপথে লড়াই করার আহ্বান জানানো হয়েছে। 

তিনি বলেন, সেমিনারে কে আগে, কে পিছে বসবে তা নিয়ে ৫–৭ মিনিট হট্টগোল হয়েছে মাত্র। পরে নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ