হোম > সারা দেশ > বরিশাল

বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এবং মহানগর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি জেবুন্নেসা আফরোজকে আজ সোমবার আদালতে হাজির করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এবং মহানগর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জেবুন্নেসাকে হাজির করা হলে বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি আবুল কালাম আজাদ জানান, জেবুন্নেসা আফরোজ বরিশাল সদর আসনের সাবেক এমপি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ স্থগিত হওয়া নেতা মারজুক আব্দুল্লাহর করা একটি মামলায় জেবুন্নেসাকে পুলিশ আদালতে হাজির করে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান আসামিকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

মিজানুর রহমান আরও বলেন, আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালত মামলা বিবেচনা করে তা নামঞ্জুর করেন। একই সময় আসামিপক্ষের আইনজীবী সাবেক সংসদ সদস্য হিসেবে কারা অভ্যন্তরে তাঁর ডিভিশন চান। তখন বিচারক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক এই সংসদ সদস্য ডিভিশন পেতে পারেন কি না তা কারা আইনে কী উল্লেখ করা রয়েছে, তা দেখে জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।

জানা গেছে, সাবেক এমপি জেবুন্নেসার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ১৬ মে তাঁকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি