হোম > সারা দেশ > বরিশাল

বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এবং মহানগর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি জেবুন্নেসা আফরোজকে আজ সোমবার আদালতে হাজির করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এবং মহানগর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জেবুন্নেসাকে হাজির করা হলে বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি আবুল কালাম আজাদ জানান, জেবুন্নেসা আফরোজ বরিশাল সদর আসনের সাবেক এমপি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ স্থগিত হওয়া নেতা মারজুক আব্দুল্লাহর করা একটি মামলায় জেবুন্নেসাকে পুলিশ আদালতে হাজির করে। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান আসামিকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

মিজানুর রহমান আরও বলেন, আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালত মামলা বিবেচনা করে তা নামঞ্জুর করেন। একই সময় আসামিপক্ষের আইনজীবী সাবেক সংসদ সদস্য হিসেবে কারা অভ্যন্তরে তাঁর ডিভিশন চান। তখন বিচারক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক এই সংসদ সদস্য ডিভিশন পেতে পারেন কি না তা কারা আইনে কী উল্লেখ করা রয়েছে, তা দেখে জেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।

জানা গেছে, সাবেক এমপি জেবুন্নেসার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ১৬ মে তাঁকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন