হোম > সারা দেশ > বরিশাল

সেতুর মালামাল চুরির মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

গ্রেপ্তার বেলায়েত হোসেন বুলু। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে পরিত্যক্ত লোহার সেতুর মালামাল চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নাজিরপুর থানা পুলিশ নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বেলায়েত হোসেন বুলু (৬০) উপজেলার ১ নম্বর মাটিভাংগা ইউনিয়নের সাবেক ইউপি এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান ইউনিয়নের পরিত্যক্ত লোহার সেতুর মালামাল চুরির করে বিক্রি করে দেয়। সরকারি মালামাল আত্মসতের অভিযোগে ২০২২ সালে উপজেলা পরিষদের পক্ষে থেকে তাঁর নামে একটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক অরূপ রতন সিংহ বলেন, ‘বিষয়টি ২০২০ সালের, আমি নাজিরপুরে যোগদানের পূর্বের ঘটনা। শুনেছি সরকারি মালামাল চুরির বিষয়ে এলজিইডির উপসহকারী প্রকৌশলী আব্দুল গাফফার বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল গাফফার জানান, মামলার বিষয়টি উপজেলা পরিষদের।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ