হোম > সারা দেশ > বরিশাল

সেতুর মালামাল চুরির মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি

গ্রেপ্তার বেলায়েত হোসেন বুলু। ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুরে পরিত্যক্ত লোহার সেতুর মালামাল চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নাজিরপুর থানা পুলিশ নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বেলায়েত হোসেন বুলু (৬০) উপজেলার ১ নম্বর মাটিভাংগা ইউনিয়নের সাবেক ইউপি এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান ইউনিয়নের পরিত্যক্ত লোহার সেতুর মালামাল চুরির করে বিক্রি করে দেয়। সরকারি মালামাল আত্মসতের অভিযোগে ২০২২ সালে উপজেলা পরিষদের পক্ষে থেকে তাঁর নামে একটি মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক অরূপ রতন সিংহ বলেন, ‘বিষয়টি ২০২০ সালের, আমি নাজিরপুরে যোগদানের পূর্বের ঘটনা। শুনেছি সরকারি মালামাল চুরির বিষয়ে এলজিইডির উপসহকারী প্রকৌশলী আব্দুল গাফফার বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল গাফফার জানান, মামলার বিষয়টি উপজেলা পরিষদের।

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন