হোম > সারা দেশ > বরিশাল

তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তার চুরি: সাবেক ইউপি সদস্যসহ তিনজন আটক

তালতলী (বরগুনা) প্রতিনিধি

রগুনার তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া তামার তারসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার তাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তাঁর সঙ্গে আরও দুজনকে আটক করা হয়। দুই দিন আগে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ তামার তার চুরি হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার নিশানবাড়িয়া ইউপির সাবেক সদস্য গোলাম মস্তফা (৫০), সোহেল (৩০) ও হাসান (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ৩৬০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দুই দিন আগে বিপুল পরিমাণ তামার তার চুরি হয়। পরে মেনিপাড়া এলাকায় মিলন নামের এক ব্যক্তির বাড়ি থেকে ২৩০ কেজি তামার তার উদ্ধার করা হয়।

ওই রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে থানায় মামলা করে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ। এরপর চোর ধরতে পুলিশের অভিযান শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই তার বিক্রির উদ্দেশ্যে সাবেক ইউপি সদস্য মস্তফা কামাল পাচার করছেন এমন সংবাদের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ভোরে তাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় ৬৮ কেজি তামার তার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫৭ হাজার আট শ টাকা।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরির বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

বাবার পক্ষে নির্বাচনী প্রচারণায় কারাবন্দী জাপা প্রার্থী টিপুর মেয়ে হাবিবা

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

মেঘনায় ট্রলারডুবি: দুই জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ২

হাদি হত্যার বিচার হবেই, সরকার অঙ্গীকারবদ্ধ: উপদেষ্টা ফরিদা আখতার

পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হিজলায় নদীর পাড় থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক

বরিশাল বিএম কলেজ: ক্যাম্পাসে বুলিং, শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কায়

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর