হোম > সারা দেশ > বরিশাল

তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তার চুরি: সাবেক ইউপি সদস্যসহ তিনজন আটক

তালতলী (বরগুনা) প্রতিনিধি

রগুনার তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া তামার তারসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার তাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তাঁর সঙ্গে আরও দুজনকে আটক করা হয়। দুই দিন আগে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ তামার তার চুরি হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার নিশানবাড়িয়া ইউপির সাবেক সদস্য গোলাম মস্তফা (৫০), সোহেল (৩০) ও হাসান (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ৩৬০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দুই দিন আগে বিপুল পরিমাণ তামার তার চুরি হয়। পরে মেনিপাড়া এলাকায় মিলন নামের এক ব্যক্তির বাড়ি থেকে ২৩০ কেজি তামার তার উদ্ধার করা হয়।

ওই রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে থানায় মামলা করে তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ। এরপর চোর ধরতে পুলিশের অভিযান শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই তার বিক্রির উদ্দেশ্যে সাবেক ইউপি সদস্য মস্তফা কামাল পাচার করছেন এমন সংবাদের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ভোরে তাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় ৬৮ কেজি তামার তার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫৭ হাজার আট শ টাকা।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরির বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ